একটি মিষ্টি প্রেমের গল্প ( Romantic Story )

Romantic Story
-আমাকে এতো ভালোবাসো কেন?
-আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি।
-তুমি না বললেও আমি সব বুঝতে পারি।
ছেলেটা তখন মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে চলো ঐ ব্রেঞ্চ টায় বসি।
-সকালে খেয়েছো।
-না।খাওয়ার সময়টুকু পাইনি। খেতে বসলে ট্রেন মিস হতো।
-আমি জানতাম তুমি খেয়ে আসবা না। তাই তোমার জন্য খিচুঁড়ি রান্না করে নিয়ে এসেছি এই নাও।
মেয়েটা ছেলেটার দিকে ছোট একটা টিফিন বাড়িয়ে দিলো। তখন ছেলেটা বললো, খাইয়ে দাও।
মেয়েটা কোন কথা না বলে ছেলেটাকে খাইয়ে দিতে থাকে। আর ছেলেটা এক দৃষ্টিতে মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকে। অল্প খাওয়ার পর ছেলেটা টিফিন থেকে নিজ হাতে মেয়েটাকে খাইয়ে দেয়। Romantic Story
.খাওয়া শেষে মেয়েটা বলে-” চাকরির কোন খোঁজ পেলে”। ছেলেটা তখন বিষণ্ণ চেহারা নিয়ে না সুচক ইশারা দেয়। মেয়েটা বলে-” চিন্তা করো না একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও”।
.
তারপর ছেলেটা তার পকেটে রাখা রক্ত বর্ণের একটা গোলাপ বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দেয়। মেয়েটা হাত বাড়িয়ে গোলাপটা না নিয়ে বলে “এটা আমার চুলে গেঁতে দাও”
ছেলেটা আলতো করে মেয়েটার চুলে গোলাপটা গেঁতে দেয়।তারপর মেয়েটা ছেলেটার হাত আঁকড়ে ধরে বলে চলো এবার একটু একটু হাঁটি।
মধ্যবিত্ত ছেলের ভালবাসা ( ভালোবাসার গল্প কাহিনী )
Romantic Story
.বিদায় বেলা,
হাঁটতে হাঁটতে মেয়েটা প্রশ্ন করে-“আচ্ছা তুমি প্রতি সপ্তাহে একবার এতো দূরে আসো আমাকে দেখার জন্য তোমার কষ্ট হয়না”।
ছেলেটা কি বলবে ভেবে পাচ্ছে না।তারপরো সে মেয়েটার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না সুচক ইশারা দেয়।
.
স্টেশনে আসার পর মেয়েটা আবারো প্রশ্ন করে-” আচ্ছা তুমি আমাকে এতো ভালোবাসো কেনো”?
ছেলেটা এবার বলে-“জানি না”! তারপর ছেলেটা আর কিছু না বলে মেয়েটার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে -” আসি ভালো থেকো”।
মেয়েটার চোখে তখন অল্প পানি চিকচিক করে। ছেলেটা আজও মেয়েটাকে বলেনি “ভালোবাসি, অনেক ভালোবাসি”।কিন্তু মেয়েটা কেমন করে কথাটা জেনো বুঝে যায়……. Romantic Story
সত্যি বলতে ভালোবাসার কথা মুখে বলতে হয় না। ভালোবাসার মানুস গুল আমাদের চোখের দিকে তাকালেই বুজে যায় , যে আমরা তাদের কত টুকু ভালোবাসি ।
One thought on “একটি মিষ্টি প্রেমের গল্প ( Romantic Story )”