লজ্জাবতী বউ ( Bangla Romantic Story )

Bangla Romantic Story লজ্জাবতী বউ

Bangla Romantic Story

নিলীমা-দেখনা শান্ত আজকের আকাশটা কত সুন্দর লাগছে।

শান্ত – হুম।

নিলীমা- আকাশটা দেখতে বলেছি কিন্তু,

আকাশটা দেখ না।

শান্ত-কি আছে আকাশে??

নিলীমা- অনেকগুলো তারার মাঝে বাকা একটি চাঁদ।

শান্ত- এইতো দেখছি…

নিলীমা- কই দেখছ তুমি তো আমার

দিকেই তাকিয়ে আছ।

শান্ত – আমিতো নিচে থাকা চাঁদটাকেই দেখছি, যাকে আমি ধরতে পারি, ছুতে পারি। আর মাঝে মাঝে আদর ও করতে পারি।

নিলীমার গালে লাল আভা দেখা যায়। কিছু বলতে গিয়ে বলতে পারে না।

শান্ত এখনও তাকিয়ে আছে নিলীমার দিকে একমনে।

সন্ধ্যার অন্ধকার বাড়ছে তার সাথে ঠান্ডাও

বাড়ছে। নিলীমা ঠান্ডায় কাপতে থাকে, তা দেখে শান্ত নিজের গায়ে জড়ানো ব্লেজারটা নিলীমাকে পড়িয়ে দেয়।

নিলীমা শান্তর কান্ড দেখে হাসে আর বলে পাগল এখন তো তোমার ও ঠান্ডা লাগবে। Bangla Romantic Story

শান্ত শুনে বলে -আরে ছেলে মানুষের কখোনো ঠান্ডা লাগেনা, পুরুষ মানুষকে ঠান্ডা ভয় পায়।

তা শুনে নিলীমার হাসির মাত্রা আরো বেড়ে যায়।

হাসতে হাসতেই নিলীমা বলতে

থাকে–*তাই নাকি, তাহলে ব্লেজারটা পড়ে

আসছিলা কেন।

শান্ত নিলীমার প্রশ্নের কোন উত্তর দেয়না, শান্ত একমনেই দেখতে থাকে নিলীমার অপরুপ সেই হাসি, হাসার সময় নিলীমার গালে টোল পড়ে, আর চোখের পাপড়ি গুলো কত সুন্দর করে ঢেউ তোলে।

আর সেই ঢেউ এসে লাগে শান্তর হৃদপিন্ডে।

নিলীমা লজ্জায় মাথা নিচু করে বলে…

-কি দেখছো অমন করে…

-একটা পরীকে দেখছি, যে কিনা আমার একান্তই আমার।

নিলীমার হয়তো লজ্জা একটু বেশি তাই, শান্ত আবারো দেখতে পায় নিলীমার গাল

লাল হয়ে আছে। শান্তর ইচ্ছে জাগে নিলীমার গালে ছোট্ট একটা চুমু একে দিতে

কিন্তু দেয়না…যদি নিলীমা আবার লজ্জা পায়।

শান্ত শিতের কাছে পরাস্ত হয়ে কাপতে

থাকে ঠক ঠক করে কাপতে থাকে।

Bangla Romantic Story

নিলীমা দেখে আর হাসে, নিলীমার হাসি দেখে শান্ত বলে-হাসছো কেন??

নিলীমা বলে- তুমি না পুরুষ মানুষ, ঠান্ডা নাকি তোমায় ভয় পায়।

শান্ত কিছু বলতে পারেনা, আর নিলীমার সাথে থাকা সাইট ব্যাগ থেকে একটা চাদর বের করে শান্তর দিকে এগিয়ে দেয়।

শান্ত অবাক হয়ে প্রশ্ন করে তোমার কাছে

চাদর থাকতে আমার ব্লেজার নিলা কেন।

নিলীমা বলে পাগল তোমার ব্লেজার গায়ে

জড়াবো বলেইতো, চাদরটা বের করিনি।

যদি চাদরটা বের করতাম তাহলে তো আমার আশাটা পুরন হতোনা।

শান্ত হাসে মন খুলে হাসে আর ভাবে মেয়েটি (নিলীমা)

তাকে কতটা ♥ভালোবাসে। শান্ত নিলীমার কাছ থেকে চাদরটা নিয়ে গায়ে মুড়িয়ে নেয়।

নিলীমা শান্তকে বলে, এই তোমার ব্লেজার

কানা নাকি বাইর থেকে বাতাস ঢুকছে।

শান্ত বুঝতে পারে নিলীমার চালাকি, তাই

হাসতে হাসতে নিলীমাকে তার চাদরে নিয়ে নেয়।

শান্ত নিলীমাকে বলে তুমি এত পাগল

কেন বলোতো।

নিলীমা বলে কালকেতো চলেই যাবা তুমি চলে গেলে কার সাথে পাগলামো করবো

বলোতো।

শান্ত দেখতে পায় নিলীমার চোখের কোনে

কিছু পানি চিক চিক করছে, শান্ত আর কিছুই ভাবতে পারেনা নিলীমাকে

জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে বলে মাত্রতো তিনটা মাস বাইরে থাকবো।

তুমি কিন্তু নিজের খুব খেয়াল রাখবে কেমন।

নিলীমা এবার শান্তকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেদে ফেলে আর বলে তুমি না থাকলে এতটা কেয়ার আমার কে নেবে বলোতো।। (অসমাপ্ত)

.

থাকনা তাদের ♥ভালোবাসাটা এভাবেই পরিপূর্ণ।। Bangla Romantic Story লজ্জাবতী বউ