Islamic Status সেরা ইসলামিক স্ট্যাটাস…।।

islamic status
islamic status bangla
bangla islamic status
islamic status for fb
islamic status
1
একদিন আপনিও দোয়া কবুলের আনন্দে ফিসফিস করে বলে উঠবেন, আলহামদুলিল্লাহ!’
2
“নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে।”
2
যে লোক প্রতিদিন একশতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমান হয়
3
উত্তম কিছু পেতে হলে সবর করতে শিখুন আল্লাহ উত্তম কিছু দিবেন
ইনশাআল্লাহ
islamic status bangla
4
জীবনে একবার একা হয়ে দ্যাখো এই পৃথীবিতে কেউ কারোর নয় ..!
5
-সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা সার্থের
কারনে, কেউবা আবেগের কারনে..!
6
এই গল্পের সমাপ্তি হয়ত আপনারো অজানা..!!
কিছু গল্পের সমাপ্তি সারাজীবন বুকে নিয়ে বাচতে হয়
7
আল্লাহর কাছে বেশি কিছু চাই নাহ, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন”
islamic status
8
দুঃখ, কষ্ট আল্লাহর জন্য গোপন রাখতে শিখুন
সুখ কেবলমাত্র তিনিই দিতে পারেন
9
আপনার চেহারা যতোই সুন্দর হোক, আপনি যতোই বিখ্যাত হোন, আপনার সম্পদ যতোই থাকুক, তবুও আপনি পোকার খাদ্য হবেন। সুতরাং আপনার অহংকার দূর করুন এবং আপনার কবরের কথা স্মরণ করুন। islamic status
10
মেকআপ নষ্ট হয়ে যাবে বলে
হাজারো মেয়ে ওযুই করে না
আর ওযু করতে হবে বলে
হাজারো মেয়ে মেকআপই করে না
11
মানুষের চেয়ে মহান আল্লাহ’কে খুশি করা সহজ। সৃষ্টিকে নয়, স্রষ্টাকে খুশি করার চেষ্টা করুন। জীবন সুন্দর হবে ‘ইনশাআল্লাহ’!’
12
দ্বীনি বন্ধু আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ
13
নামাজ পড়ার পর জায়নামাজে শুয়ে থাকলেও অদ্ভুত ‘শান্তি’ পাওয়া যায়!’
islamic status
14
“আল্লাহ ভরসা”
হাজারো টেনশনের মাঝে
আল্লাহ ভরসা
কথাটা যেনো মরুভূমির মাঝে এক কুপের সমান।
15
আল্লাহ আপনার দোয়া
কবুল করেননি বিষয়টা এমন নয়। হতে পারে তিনি আপনাকে উত্তম কিছু দিবেন বলে অপেক্ষা করাচ্ছেন!
16
সবচেয়ে বিশ্বাসী ডায়রী হলো জায়নামাজ
যেখানে আপনার লিখে রাখা কথা গুলো মনের টেবিল ছেড়ে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে আরশে আজীম পর্যন্ত।
17
মানুষ প্রতিদিন তার মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু মানুষ নিজের মৃত্যুর কথাই ভুলে যায়
18
সবর হলো,
চোখ কাঁদবে,মন ভাঙবে
তবুও বলবে,আলহামদুলিল্লাহ
islamic status
19
নিকৃষ্ট পাপী,ঐ ব্যাক্তি,
যে অন্যের দোষ খুজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে।
20
যা পেয়েছি কিংবা পাইনি সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া…
আলহামদুলিল্লাহ
21
নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায়
করতে জানলে,
প্রতিটা মানুষই সুখী!
আলহামদুলিল্লাহ!
22
ভালো থেকো
বলার চেয়ে উত্তম কথা হলো
আল্লাহ তোমায় ভালো রাখুন
[ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ
islamic status
23
হে রব
যেটা আমার জন্য কল্যাণকর সেটা আমার জন্য সহজ করে দিন,
“আমিন”
24
ইচ্ছেগুলো
পূরণ হয়না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি আল্লাহ সবসময় উত্তম জিনিসই দেন।
25
টাকা পয়সার জন্য ভালো আছেন,তা কিন্তু নই, আমি আপনি ভালো আছি,শুধুমাত্র আল্লাহর রহমতের জন্য,
আলহামদুলিল্লাহ।
26
একটা পিঁপড়া চলাচল করার শব্দ
যেই রব শুনতে পান, আপনি কিভাবে
ভাবলেন যে আপনার অন্তরের কষ্ট
তিনি বুঝতে পারবেন না..?
ধৈর্য রাখুন কষ্টের পর সুখ আসবে ইনশা’আল্লাহ।
islamic status
27
দিন ফুরিয়ে যাচ্ছে।
ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি-সবকিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃ-ত্যুর দলীলে ।
28
জীবন এমন এক সফর
যেখানে আল্লাহর কাছ থেকে এসে পুনরায় আল্লাহর কাছেই ফিরে যেতে হয় ।
29
শত মন খারাপের পরও আলহামদুলিল্লাহ্ বলাটা “আল্লাহর” প্রতি অগাধ বিশ্বাস!
30
পাপ মানুষের জ্ঞান কেড়ে নেয়। ব্যক্তি যা জানতো, তা ভুলে যায়।
31
নামাজে দাড়ানো মাত্রই শয়তান আমাকে
চিন্তাবিদ বানিয়ে দেয়।
32
আল্লাহর” বান্দাদের মধ্যে
যারা জ্ঞানী তারাই কেবল “আল্লাহকে”
ভয় করে ।
islamic status
33
আল্লাহ
সব কিছু ঠিক করে দিবেন ভরসা রাখুন “আল্লাহর” উপর।
ইনশাআল্লাহ।
34
মানুষ আল্লাহর কাছে লক্ষ, কোটি টাকার আশা করে
অথচ
আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকা খোঁজে!
35
নিজের কাছে নিজের সৎ থাকার মতো মানসিক শান্তি আর দ্বিতীয় কিছুতে নেই!!
Alhamdulillah
36
আমি কষ্ট সহ্য করতে রাজি আছি,তবে আল্লাহ কে ভুলতে রাজি নেই!…
যে কষ্ট বার বার আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
সেই কষ্ট যেন মৃত্যুর আগে পর্যন্ত শেষ না হয়__
37
শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে,
– তুমি খুশী হয়ে যাবে ৷
islamic status
38
আপনার অপেক্ষা টা যদি হয় আল্লাহ’র সিদ্ধান্তের উপর
– ‘তাহলে’ আপনার পাওয়া টা হবে সবচেয়ে সেরা।
‘ইনশাআল্লাহ’
39
ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।
islamic status bangla
40
মানুষের বিরুদ্ধে শয়তানের শত্রুতার লক্ষ্য মানুষকে প্রাণে সংহার ও জীবন বঞ্চিত করা নয় বরং তার লক্ষ্য হলো মানুষের যে মনুষ্যত্ব রয়েছে তাকেই ধ্বংস করা
★ মওলানা আবদুর রহীম রহ.
41
হারাম থেকে বেঁচে থাকতে কলিজা লাগে কলিজা এটা সবাই পারে না। সমাজের সবাই নষ্টামির দিকে ছুটছে আর আপনি একা স্রোতের বিপরীতে। এরই নাম মুসলমান
42
“সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।”
43
“মানুষদের দেখতে সুন্দর হওয়ার চেয়ে তাদের তকদীর বা ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি “
44
যে লোক পরকালের জন্য এ দুনিয়াকে একেবারে ছেড়ে দেয়, সে লোক উত্তম নয়। বরং উত্তম সে লোক যে লোক দুনিয়া এবং আখিরাত উভয়টির হক্ব রক্ষা করে চলে।
islamic status
45
কেউ তো জানে’না আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন,
কিন্তু আপনার রব তো জানেন, এই’টুকু কি যথেষ্ট নয়?
ভরসা করুন
46
বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি,
একদিন আপনার চাওয়া পূর্ণতা পাবে।”ইনশাআল্লাহ
47
আমাদের বোনেরা, যারা আল্লাহর বিধান পর্দাকে ভালোবেসে গ্রহণ করেছেন, যারা পর-পুরুষের দৃষ্টি হতে, তাদের সংস্পর্শ, সংস্রব হতে নিজেদের বিরত রেখেছেন, অতিশয় দরকার আর প্রয়োজন ব্যতীত যারা পর-পুরুষের সাথে কথা বলেন না, বলতে হলেও যারা শারীআহর সীমারেখার মধ্য থেকে, নিজের আব্রুকে হেফাযত করে কথা বলেন, তাদের জন্য সুসংবাদ। islamic status bangla
48
আপনাদের এই বেশ-ভূষা, এই চাল-চলন, এই লজ্জাটুকু আল্লাহ পছন্দ করেছেন। আপনারা সেই নারীদের উত্তরসূরী, যারা পর-পুরুষ আছে বলে সেদিন কূপে যাওয়া থেকে বিরত ছিলো। আপনারা সেই নারীর পদচিহ্ন অনুসরণকারী, যিনি মূসা আলাইহিস সালামের সাথে প্রয়োজনীয় কথাটা বলতে এসেও নিজের লজ্জাটুকু ধরে রাখতে ভুলে যাননি। সমাজ যতোই আপনাদের অন্ধকারের বাসিন্দা বলুক, আমরা তো জানি—প্রকৃত আলোর সন্ধানটা আপনারা পেয়ে গেছেন। আপনাদের অভিনন্দন islamic status bangla
islamic status bangla
49
পিছন ফিরে দেখি কত পথ তো হেটে এলাম অনেকের সাথে কই আজ তো কেউ নেই রব ছাড়া..!
50
আপনি নিজেকে এতো ছোট কেন মনে করছেন?? আল্লাহপাক আপনাকেও ভালোবাসেন!!
51
”হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।
-অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ’ই যথেষ্ট!
আলহামদুলিল্লাহ
52
এই নগ্ন নগরী জুলেখা ভরে গেছে আমি কিছুতেই ইউসুফ হয়ে ওঠতে পারছিনা হে আমার রব আপনি আমাকে ইউসুফ আঃ এর মতো ইমান দান করুন আমিন
islamic status bangla
53
রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন।
ইনশাআল্লহ, মানসিক শান্তির মেডিসিন পাবেন, নেক ইচ্ছেগুলো চোখের সামনে পূরণ হতে দেখবেন।
54
আপনার কেমন লাগবে যদি কেউ আপনাকে ভালোবাসে বলে দাবি করে সে দিনের বেলা আপনাকে উপেক্ষা করে, রাতে আপনাকে ভুলে যায় এবং সকালে আপনাকে এড়িয়ে যায়,শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে?ঠিক এভাবেই আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে আচরণ করি।
আল্লাহুম্মাগফিরলি
55
তোমাকে ভুলে প্রভু-
আমি তো নেই ভালো, নেই
islamic status bangla
56
আমারও কিন্তু অগণিত পাপ যত্নে লুকিয়ে রাখা।
অথচ দেখেছো মুখখানা কত পবিত্রতায় মাখা।
57
কেউ নেই,,কেউ ছিলোনা,,কেউ থাকতেও চাইলো না আমার
কেঁদে, নির্ঘুম রাত কাটিয়ে, অন্ধকার রুমে নিজেকে আবদ্ধ রেখে কি লাভ? যার জন্য করছো সে তো কোনো কিছু তোয়াক্কা করছে না
তাই ভালো থাকাটা তোমায় গড়ে নিতে হবে,,, ভালো থাকি / আছি বলতে হবে…. আর প্রার্থনা তো অবশ্যই করতে হবে,,
একদিন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হবে
islamic status bangla
islamic status
One thought on “Islamic Status সেরা ইসলামিক স্ট্যাটাস…।।”