ঝগড়াটে মামাতো বোন যখন বউ ( ROMANTIC GOLPO ) পর্ব ২
Romantic golpo । মামাতো বোন যখন বউ

ঝগড়াটে মামাতো বোন যখন বউ ( romantic golpo )
মো: রাশেদ
আমার খাওয়া দাওয়া শেষ ,ফোনটা নিয়ে সোফার ওপর পাশে বসে ফোন চাপছি ।-
অহনাঃ Hii…..আমি অহনা ? ( পিছন থেকে )
আমিঃ hello” …আমি রাশে……..( বলার আগেই দেখে পুরাই সক” খেয়ে গেলাম )..এ আমি কাকে দেখছি !! এটা তো সেই সেই মেয়েটা !! কিন্তু ও এখানে কি করছে ??
মেয়েটা তো আমায় দেখে প্রথমে হালকা অবাক হলো।তারপর আবারও তখনকার মতো তেলে পানিতে জ্বলে উঠলো ।
অহনাঃ তুই !!এই ফাজিল ছেলে তুই এখানে কি করছিস ? ( চিৎকার করে )
আমিঃ এটা আমার কথা !! আপনি এখানে কি করতে আসছেন !! ( অবাক হয়ে )
অহনাঃ আমার বাড়িতে আমি আসবো না কি তোর মাথা আসবে ? ( রাগে ফুসছে )
ওর বাড়ি কথাটা শুনে মাথাটাই ঘুরে গেল । তার মানে এই হলো অহনামামা-মামির একমাত্র মেয়ে । আর আমি কিনা তখন ওকেই যা খুশি তাই বলে গেছি । এখন কি বলি…??
মামিঃ এই অহনা তুই রাশেদ এর সাথে এভাবে কথা বলছিস কেনো !!
মামাতো বোন যখন বউ। ROMANTIC GOLPO
অহনাঃ আম্মু তুমি জানো না এই শয়তান ছেলেটা তখন আমার সাথে কি করে !! এক মিনিট রাশেদ মানে !! এ কি তাহলে খালার ছেলে ?
আমিঃ হুম আমিই তোমার খালার ছেলে । এবার বিশ্বাস হলো তো !! তখন এতো করে বললাম,,,,,,, আমার কথা বিশ্বাস হলো এবার ।
অহনাঃ ….( নিশ্চুপ । রাগে ফুসছে )………….
মামিঃ এই তোরা কি একজন আরেকজনকে আগে থেকে চিনিস নাকী ?
অহনাঃ নাহ্ । আজকে সকালেই রাস্তায় এই শয়তান ছেলেটার সাথে দেখা হয়ে ছিলো । বড্ড খারাপ ছেলে একটা । এর জন্যই আমার এতো লেট হয়ে গেল ।
আমিঃ দেখো মামি তোমার সামনেই আমায় খারাপ ছেলে বলছে ।।।।এটা কিন্তু ঠিক না ।।।তখন এমনিতেই সামন্য তোমাদের বাসার ঠিকানাটা জিজ্ঞাসা করাতে এই মেয়ে আমায় অনেক কথা শুনিয়েছে ।।।।
এখন আবার তোমার সামনেই আমায় যাতা বলে অপমান করছে ।।। আমি কিন্তু আর এখানে আসবো না ।
মামিঃ কি সব কথা বলছিস আব্বু তুই !! আসবি না মানে ?? আর এই অহনা তুই আমার ছেলেটার সাথে এভাবে কথা বলছিস কেনো ?? তোকে ভদ্র ভাবে কথা বলতে শিখাই নি আমি !! খবরদার আমার ছেলেটার সাথে লাগতে আসবি না । নইলে কিন্তু ……..??
Romantic golpo। valobasar golpo
অহনাঃ আম্মু তুমি জানো না ও তখন আমায় রাস্তায় কি কি বলেছে ?
মামিঃ আমার এতো কিছু জানার কোনো ইচ্ছে নেই ।চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে নে । ( ধমকের স্বরে )
অহনাঃ ধুর…..( রাগে হন হন করে চলে গেল )……
মামিঃ আব্বু তুইও তাহলে এখন গিয়ে আরাম কর ।এমনিতেই কাল সারা রাত জার্নি করে এসেছিস ।
আমিঃ হুম মামি ঠিকি বলছো । আমি গিয়ে হালকা ঘুমিয়ে নেই ।-
মামিঃ হুম…।
মামির সাথে কথা বলে রুমে চলে এলাম । শরীর অাসলেই ক্লান্ত । বিছানায় গিয়ে আর কিছু না ভেবে শুয়ে পড়লাম । শুধু চোখে ঘুম ঘুম ভাবটা চলে এসেছে ঠিক তখনি কে জানি বার্থরুম থেকে বের হলো । মামাতো বোন যখন বউ
কি যেনো ভেবে চোখ গুলো খুলে হালকা তাকালাম । কিন্তু তাকিয়ে যা দেখলাম তাতে আমি পুরোই শেষ । মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না । আমি কিছু না বলে শুধু হা” হয়ে সামনের দিকে চেয়ে আছি ।
এদিকে অহনা টাওয়েলটা রেখে নিজের কাপড় পড়তে বেস্ত । কাপড় পড়া যখন শেষ তখন শুধু পিছনে ফিরে আমার দিকে তাকিয়েছে ……………
অহনাঃ আ” আ”আ” আ” আম্মু……( চিৎকার করে )
আমিঃ ( নিশ্চুপ ।এখনও ধ্যানের মধ্যেই আছি )….এদিকে অহনার এমন চিৎকার শুনে মামা দৌড়ে রুমে চলে আসছে ।তার কিছুখন পর মামিও আসলো।।
মামাঃ এই কি হলো এভাবে চিৎকার করছিস কেনো ??
অহনাঃ এই ছেলেটা আমার রুমে কি করছে !! ( আমায় দেখিয়ে দিয়ে )
আমিঃ দেখতেই তো পাচ্ছিস বিছানায় শুয়ে আছে ॥ কেনো কি হয়েছে ?
Romantic golpo। valobasar golpo
অহনাঃ ঘুমানোর জন্য আর কোনো রুম ছিলো না !! আমার রুমেই এসে ঘুমোতে হবে ?? আর কারো রুমে ডুকার আগে দরজায় নোক করতে হয় সেটা জানে না । ( রাগি গলায় )
মামিঃ বাসায় গেস্ট রুমটা এখনও পরিষ্কার করা হয় নি । তাছাড়া ছেলেটা রাতে জার্নি করে এসে অনেক ক্লান্ত । তাই আমি নিজেই ওকে তোর রুমে গিয়ে ঘুমোতে বললাম ।
অহনাঃ কিন্তু তাই বলে রুমে ঢুকার আগে দরজায় নোক করবে না ? মামাতো বোন যখন বউ
মামিঃ আচ্ছা হয়েছে টা কি বলতো !! সামান্য একটা বিষয় নিয়ে এভাবে ওভার রিয়েক্ট করছিস কেনো ?
অহনাঃ সামান্য ব্যাপার বলছো তুমি !! জানো তোমার এই পাজি ছেলে কি করেছে ?? ( রেগে ফায়ার )
আমিঃ আমার কি দোষ বলো মামি !! ক্লান্ত ছিলাম অনেক তাই ভাবলাম রুমে এসে একটু আরাম করে নেই । এখানে এসে দেখি রুমের দরজা খোলাছিলো । তাই আর নোক করিনি । আমি কি জানতান নাকি যে তোমায় মেয়ে…..ঊম…( অহনা মুখ চেপে ধরেছে )… Romantic golpo
অহনাঃ নাহ্ কিছু না । তোমরা এখনও যাও । ( আমার মুখ চেপে ধরে )
মামাঃ ছেলেটাকে আগে কথাটা তো শেষ করতে দে ।অহনাঃ নাহ্ অার কিছু শুনতে হবে না । যাও তো তোমরা ।
মামঃ হুম…। পাগলী মেয়ে কথাকার ।মামা-মামি রুম থেকে বের হয়ে চলে গেল । অহনা এতোক্ষণ পর আমার মুখ থেকে নিজের হাত সরালো ।এরপর আমার দিকে আগ্নি দৃষ্টিতে তাকালো ….
অহনাঃ তুই আমায় রুমে কখন এসেছিলি…??( ভ্রু কুচকে )
আমিঃ বেশিক্ষণ না মিনিট ২০ /১ হবে । কেনো ??
অহনাঃ মানে !! তুই এতোক্ষণ ধরে রুমের মাঝে ছিলি । আর আমি কিনা কিছু না দেখেই…….এই তুই কি” কিছু দেখেছিস ?? Romantic golpo
আমিঃ না তো !! কথায় কি দেখলাম ?
মামাতো বোন যখন বউ
অহনাঃ উফ্ যাক বাচা গেল । সত্যি বলছিস তো ? (ভ্রু কুচকে)
আমিঃ মিথ্যে বলতে যাবো কোন দুঃখে !! আমি কিছুই দেখিনি । তবে হ্যাঁ ” তুই নিজে আমায় যতোটুকু দেখিয়েছিস ঠিক ততোটাই দেখেছি ।(আস্তে আস্তে বললাম)
অহনাঃ কি,,??আমিঃ নাহ্ কিছু না । ( দুষ্টুমি হাসি দিয়ে )
অহনাঃ এই একদম হাসবি না । শয়তান লুচ্চা ছেলে কথাকার । একটা মেয়ের রুমে ঢুকার আগে দরজায় নোক” করে ঢুকতে হয় সেটা জানিস না ? ( ঝাঝি গলায় )…
আমিঃ সেটা তো জানি , কিন্তু তুই মনে হয় জানিস না ।অহনাঃ মানে……? মামাতো বোন যখন বউ
আমিঃ একটা মেয়ে গোসল করতে গেলে আগে দরজায় লক করে। তারপর যেতে হয় সেটা মনে হয় তুইও জানিস না ।
অহনাঃ আমি আমার বাসায় আমার রুমের দরজায় লক করি আর না করি তা পুরো পুরি আমার নিজস্ব ব্যাপার । তুই আমার বিনা অনুমতিতে রুমে প্রবেশ করলি কেনো ?
আমিঃ আমি কি জানতান নাকী রুমে এসে এমন কিছু ঘটবে !! যদি জানতান তাহলে কোনো ভাবেই রুমে ঢুকতাম না । ইশ” চোখের রুচিটাই নষ্ট হয়ে গেল । এখন আমাকেও গোসল করতে হবে । তা না হলে চোখ গুলো অপবিত্র হয়ে থাকবে । Romantic golpo
অহনাঃ তোকে আমিইই…..( গলা চাপতে এসে )……
আর রুমে থাকা হলো না ,,,,দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলাম। আমার পিছন পিছন অহনাও তাড়া করছে ।
অহনাঃ আজকে আমি তোকে মেরেই ফেলবো শয়তান ছেলে তোর সাহস কি করে হলো আমায় এসব বলার !! ( তাড়া করতে করতে )
আমিঃ মামি !! ও মামি কই গেলা ? দেখো তোমার ডাইনী মেয়ে আমায় মারছে । ( চিৎকার করে )
অহনাঃ কিহ্ আমি ডাইনী তাই না !! আজকে তুই শেষ ।( আরো রেগে গিয়ে )
Romantic golpo
আমিঃ মামি ও মামি কই গেলা তুমি !!আবারও মামি সামনে চলে এল । মামিকে দেখে দৌড়ে তার পিছনে গিয়ে লুকোলাম ।
আমিঃ দেখো তোমার মেয়ে কিভাবে আমায় পিটাতে আসছে । আমি ওর রুমে কেন শুয়েছিলাম বলে যাচ্ছে তাই বলে যাচ্ছে । সাথে পিঠে কয়েকটা মেরেও দিয়েছে । ইশ” ব্যথায় পিট সোজা করতে পারছি না । ( কান্না কান্না ভাব )। মামাতো বোন যখন বউ
অহনাঃ আম্মু তুমি ওর কথা একদমি বিশ্বাস করবে না । ও একটা মিথ্যাবাদী । আসলে ও আমাকে…………..
.আম্মুঃ থাক আর বলতে হবে না । আমি খুব ভালো করেই জানি কে মিথ্যা বলছে আর কে সত্য । তোর কাজটা কিন্তু একদম ঠিক হয়নি । তুই অযথা আমার বাচ্চা ছেলেটার গায়ে হাত তুলছিস কেনো ? ( রাগি গলায় )
অহনাঃ আম্মু তুমি বুঝতে পারছো না ও মিথ্যা নাটক করছে ।আসলে সত্য কথা হলো ও আমায় রুমে…
আমিঃ হুম তো কি হয়েছে !! নাহয় তোর রুমটা অনেক সুন্দর । তাই বলে আমায় রুমে ঘুমোতে দিবি না !! এভাবে রুম থেকে বের করে দিবি ?? আমি কি তোর রুমে সারাক্ষণ থাকার জন্য ঢুকেছিলাম নাকী ?? ( পুরাই নাদান বাচ্চা)
আম্মুঃ মানে …?? তোর কথার তো ” কিছুই বুঝতে পারছি না আব্বু ? Romantic golpo
আমিঃ আর বলো না মামি , খেয়ে দেয়ে ভাবলাম রুমে গিয়ে একটু আরাম করে শুই ! কিন্তু কোন রুমে ঘুমোবো সেটা তো জানতাম না ।।।
অনেক খুজা খুজি করে তোমার মেয়ের রুমটা দেখতে পেলাম ।।।রুমটা গোছানো দেখে আমার অনেক ভালো লাগলো ।।।তাই আর কিছু না ভেবে বিছানায় গিয়ে শুধু শুয়েছি !! ঠিক সেই সময় তোমার মেয়ে এসে আমার উপর অত্যাচার শুরু করে দিলো । ( বাচ্চা বাচ্চা গলায় )
চলবে•••••••