কষ্টের স্ট্যাটাস ( koster Status )

koster Status
ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো, অনন্ত দীর্ঘশ্বাস ফেললেও কখনো কারো অভিশাপ ভয়ে বেড়াতে হয় না।
আর বিনা কারণে কারো মনে আঘাত দিয়ে মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকা যায় না।
koster Status
টাকা হলে নাকি মানুষ পাল্টে যায়? আমার কিন্তু কখনোই এমন মনে হয় নাই। বরং মনে হয়েছে টাকা হলেই আসল মানুষটাকে দেখা যায়। টাকাই মানুষকে নিজের মত থাকার স্বাধীনতা দেয়। যে দয়ালু সে দয়া দেখানোর সুযোগ পায়। যে নিষ্ঠূর সে নিষ্ঠূরতার লাইসেন্স নেয়। টাকা না থাকলেই বরং মানুষ সব সময় একটা মুখোশ পরে থাকে সারভাইব করার জন্য। কিন্তু পাবলিক বুঝে উল্টা।
koster Status
কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব য’ন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মাঝরাত্তিরের বুকের ব্য’থায়, তুমি আছো।
koster Status
আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো, সেসব ভালো তোমার হোক।
ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,সময় দিন,গল্পের আসর সাজান,আগলে রাখুন।
koster Status
কে জানে হয়ত একদিন সে থাকবেনা কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ দুনিয়ায় আপনাকে একা থেকে যেতে হলো!!
তোমার দিকে তাকালে আমি আর চোখ ফেরাতে পারি না।ঘাড় শক্ত হয়ে আসে,
koster Status
তাকিয়ে তাকিয়ে চোখ ধোঁয়া হয়ে আসে।
আমি হারিয়ে যায় অন্য এক জগতে! মনে হয় আমি দাঁড়িয়ে আছি, কোনো এক নাম না জানা স্টেশনে।
আর দুই দিক দিয়ে দ্রুত গতিতে ট্রেন ছুটে চলেছে। আমি কিছুই দেখতে পাইনা- তোমাকে ছাড়া।
শুধু হাওয়ার দাপট যেন রোদের মধ্যে বৃষ্টি নিয়ে এসে আমায় ভিজিয়ে শীতল করে দেয়।
আর আমি দাঁড়িয়ে থাকি পাথর হয়ে। কেউ আমার গায়ে হাত না দিয়ে ডাকলে,
আমি বাস্তবে ফিরতে পারি না।
তুমি চলে যাওয়ার পর মৃত্যুকে খুব কাছ থেকে জেনে এসেছি। জেনেছি স্বপ্নকে চাপা দিতে গিয়ে নিজেকে কতোটা চাপা মাটি দিতে হয়, অদৃশ্য কবরে জীবন্ত লাশের। সুখী হওয়ার বিপরীতে দুঃখ পেলে কতোটা যন্ত্রণা সয়ে মানুষ ভিতরে ভিতরে নিজের মৃত্যু নিজেই কামনা করে পাপ জমিয়ে পাপী হয়।
koster Status
আমাকে ছাড়া সুখী হবে বলে, তুমি যেদিন আমার হাত ছেড়ে চলে গেলে সেদিনের পর থেকে আর কখনো নিজেকে মানুষ বলে মনে হয়নি।কখনো পাহাড় কখনো নদী কখনো বা প্রখর রোদে মরুভূমির তপ্ত বালি হয়ে জন্ম দিতে হয়েছে নিজেকে তোমার সুখের বিপরীতে।
তুমি চলে যাওয়ার পর বুকের ভেতর মেঘ পুষি বৃষ্টি পুষি,কালবৈশাখী ঝড় পুষি। আলো বিপরীতে অন্ধকার দেখে দু-চোখ। সেই যে তোমাকে কল্পনা করে পাওয়ার আনন্দ হাসি মুখ,সেই হাসি খুশিকে অভিশপ্ত লাইনে দেখেছি, তোমাকে চাওয়ার অনুষদে হারিয়ে ফেলার পর।
কি ছিলে তুমি, কি থেকে কি হয়ে গেলো! এতো খুশি এতো স্বপ্ন এতো এতো আশা এক নিমিষেই শেষ হয়ে গেলো। একটা মানুষকে দিব্বি হেটে যেতে দেখছে সবাই, অথচ মানুষটা কে সেদিন তুমি খুন করে গেছো, যে খুনের অপরাধ নেই! রাষ্টের আইন অনুযায়ী চিহ্নিত খুনি নও তুমি।
অক্সিজেন সাপ্লাইয়ে এখনও শরীরে প্রবেশ করে বলেই আমি জীবিত। আমার ভেতর একটা ছায়া শরীর কেমন অদৃশ্য খেলা করে আততায়ীর জীবন।
ভালোবাসলে একজন ম্যাচিউর মানুষকেই ভালোবাসা উচিত, যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে, নিরবতা বুঝবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল সুখ দুঃখের কথা মন খুলে বলা যাবে।
koster Status
শুধু ” আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো” তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য ভালোবাসি বলা নিঃসন্দেহে সময়ের অপচয়।
যেই ঠোঁট আমারে ছোঁয় না,হেই ঠোঁট ক্যান অন্য মাইনষে ছোঁয়?আমার বুকটা খা খা শূন্য রাইখ্যা,ক্যান অন্য বুকে বুক-মাথা রাইখা শীতল পরশ দেও?যে আমি তোমারে দেইখা চোখ জুড়াইবার পারি না,ক্যান অন্য মাইনষে তোমারে দেইখ্যা চোখ জুড়ায়?
বুকের মধ্যি হাহাকার নিয়া অহন আমি কই যামু,কইতে পারো?আমি অহন আর নিজেরে ক্যামনে সান্ত্বনা দিমু, কইতে পারো?
শূন্যতা যে আমারে গিলা খাইতে আহে,!দেয়ালে পিঠ ঠেইকা যায়,দম যে বন্ধ অইয়া আহে।
কই?তুমি তো আহো না–ভালাও বাসো না!
যে শরীর আমি ছুঁইবার পারি না,হেই শরীর ক্যান অহন অন্য মাইনষে ছোঁয়?আমি খালি কষ্টই পাইয়া যাই,তয় মাইনষে ক্যান তোমারে পায়?কষ্ট পায় না।
তোমারে পাইলে কি এমন ক্ষতি অইতো?কও…
জীবনের থাইকাও তোমারে ভালাবাইসা আমার কপালে সুখ জুটে না।তয় মাইনষের ভালা না বাইসাও তো তোমারেই জুটে!
আমারে দুঃখ দিয়া তুমি মেলা ভালা আছো,তাই না?ভালা থাকো,না করি নাই তো।তুমি ভালা থাকলে,আমার আর কি চাওয়ার আছে?কও…
ভালাবাসলে মানুষ আর মানুষ থাহে না,স্বার্থপর অইয়া যায়!যারে অন্তর দিয়া ভালাবাসে,তার ভাগ যে পৃথিবীর আর কাউরেই দিবার পারে না–কস্মিনকালেও পারে না!হুট কইরা আইসা নিজের জিনিস অন্য মাইনষে কাইড়া নিয়া যায়,তয় মাইনষে কিচ্ছু কইবার পারে না–কিছুই কইবার পারে না।
koster Status
One thought on “কষ্টের স্ট্যাটাস ( koster Status )”