অসমাপ্ত ভালোবাসার গল্প

অসমাপ্ত ভালোবাসার গল্প তুমি যে ঠোঁটে ঠোঁট রেখে তৃপ্তির ঢেঁকুর গিলো,আমি তা ভেবে রোজ একবার করে ম রে যাই!তুমি রোজ যে বিছানায় আদরের কোলাজ সুখে পুলকিত করো শরীর,আমি সেই রাতে নির্ঘুম রাত কাটাই।

ভালোবাসার মানুষের মৃ ত্যু তবুও মেনে নেয়া যায়,তবে বেঁচে থাকতেও যে অন্য কারো স্পর্শে নিজেকে সমর্পণ করে দেয়,তা কি সহজে মেনে নেয়া যায়?যায় না!

কালো বউ

অসমাপ্ত ভালোবাসার গল্প

তুমি রোজ রাতে যেভাবে একটু একটু করে সুখী হওয়ার স্বপ্ন সাজাও,আমি সেই রাতে সামান্য বেঁচে থাকার জন্য অবলম্বন খুঁজি,শক্তি খুঁজি।একটু ভালো থাকার জন্য,তোমাকে ভুলে থাকার বৃথা চেষ্টায় বারবার ভেস্তে যাই!

তুমি আদরে সুখ খুঁজে বেড়াও আর আমি তোমার স্মৃতিচারণ করতে করতে শূন্যতার অতল গহ্বরে তলিয়ে

যেতে থাকি!তুমি যেটাকে আদর আর সুখ মনে করো,আমি সেটাকে বিষাক্ত স্মৃতি মনে করে রোজ একটু একটু করে নিজের ভেতর ফুরিয়ে যাই।